চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এস আলম কটেজ , থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম
অনিক চাকমা। সে মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র। সোমবার দুপুর দেড়টার
দিকে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা রুমের দরজা ভেঙে অনিকের লাশ উদ্ধার করে। এরপর বিশ্ববিদ্যালয়
মেডিকেল সেন্টারের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব অনিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি
কটেজের 212 নম্বর কক্ষ ভাড়া নিতেন।অনিক চাকমার বাড়ি রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নে। তার পিতার
নাম মোহন লাল চাকমা। মায়ের নাম গোপী দেবী।একই কটেজের বাসিন্দা ও সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র
সুভাষ চাকমা প্রথম আলোকে বলেন, অনিক প্রায় প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে। কিন্তু আজ না. দরজাও বন্ধ
ছিল। এরপর রাত ৯টার দিকে আমি তার দরজায় নক করি। দরজা না খুলেই ভাবলাম, সে ঘুমাচ্ছে। আরও এক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এস আলম কটেজ
ঘণ্টা পর দরজা না খুলতেই আবার নক করলাম। এরপর জানালা দিয়ে লাশ ঝুলতে দেখি। পরে প্রক্টরিয়াল বডিকে অবহিত করি।কটেজের বাসিন্দা ও পালি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নরেশ চাকমা বলেন, রোববার সকাল ১১টার দিকে তাকে কটেজে শেষ দেখেছি। ৬ জানুয়ারি তার পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কয়েকজন শিক্ষার্থীর মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। পরে পুলিশ কটেজ থেকে তার লাশ উদ্ধার করে। ঘরে কয়েক পাতার নোট পাওয়া গেছে। তার পরিবারকেও জানানো হয়েছে।বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, দরজা-জানালা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে লাশ নামানো হয়। ময়নাতদন্ত করলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।বিজ্ঞাপন দেখে টাকা রোজগারের কথা বলে প্রতারণারিওয়ার্ডরুপি ডটকম’ নামে একটি ওয়েবসাইট
চালু করে এবং ফেসবুকসহ বিভিন্ন
চালু করে এবং ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করে অর্থ আত্মসাতের একটি প্রতারক চক্রের সন্ধান পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দারা।
বিজ্ঞাপন দেখে টাকা রোজগারের কথা বলে প্রতারণাভারতে 100 জন মহিলাকে নিলামে তোলা হয়েছিল
কুররাতুল আইন রেহবার, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দা। তিনি গত শনিবার ঘুম থেকে উঠে দেখতে পান যে তাকে “অনলাইন বিক্রয়” এর জন্য নিলাম করা হয়েছে। অনুমতি ছাড়াই তার ছবি তোলা হয়েছে। একটি অনলাইন ‘বিক্রীত’…ভারতে 100 জন মহিলাকে নিলামে তোলা হয়েছিলজামালপুরে দুই স্বজন গ্রেফতারনিহতরা হলেন জয়ফল বেগম (৫০) ও তার মেয়ে স্বপ্না আক্তার (২৮)। জায়ফলের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। এদের মধ্যে মিলন চৌধুরী ও জনাব চৌধুরী ওমান প্রবাসী। আরেক ছেলে জহুরুল চৌধুরী ও তার স্ত্রী জেসমিন বাড়িতে…